Site icon Health News

ডেঙ্গু পরিস্থিতি: আগামী ৭ দিন চ্যালেঞ্জিং

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় আগামী সাত দিনকে চ্যালেঞ্জিং বলে মনে করছে সরকারের রোগ নিয়ন্ত্রণ শাখা।

সংস্থাটির পরিচালক অধ্যাপক সানিয়া তহমিনা শনিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি বলেন, “আগামী সাতটা দিন আমাদের জন্য চ্যালেঞ্জিং। আবহাওয়া আমাদের অনুকূলে নয়। আমরা যদি এডিসের দুর্গে আঘাত হানতে না পারি, তাহলে পরিস্থিতি কী হবে বলা মুশকিল।”

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৪৬০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানান অধ্যাপক সানিয়া তহমিনা।

এর মধ্যে ঢাকা শহরে ভর্তি হয়েছেন ৬২১ জন। আর ঢাকার বাইরের শহরগুলোতে ভর্তি হয়েছেন ৮৩৯ জন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাবে তা বুঝতে সপ্তাহ খানিক সময় লাগবে।

বিকালে স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাবে তা বুঝতে আমাদের আরও এক সপ্তাহ সময় লাগবে। আমাদের এখন উচিত নিজেদের এডিস মশা থেকে দূরে রাখার সমস্ত পন্থা অবলম্বন করা।”

Exit mobile version