Site icon Health News

ডেঙ্গু পরীক্ষা: দুই হাসপাতালকে জরিমানা

ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফি এর চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ায় রাজধানীর দুটি হাসপাতালকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালকে ৫০ হাজার টাকা ও ইবনে সিনা হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মাদ শাহরিয়ারের নেতৃত্বে এই জরিমানা করা হয়।

এ ছাড়া গ্রিন লাইফ মেডিকেল হাসপাতাল, সেন্ট্রাল হাসপাতাল, ধানমন্ডি ক্লিনিক ও কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার (প্রাইভেট) লিমিটেডকে ডেঙ্গু রোগ পরীক্ষায় বাড়তি টাকা নেওয়ার অভিযোগ এসেছে।

ডেঙ্গু পরীক্ষায় নির্ধারিত মূল্যের সঙ্গে সূচ ও ভ্যাকুয়াম বাবাদ অতিরিক্ত মূল্য রাখার দায়ে এই হাসপাতালগুলোকে অধিদপ্তরে তলব করা হয়েছে।

Exit mobile version