Site icon Health News

ঢাকা মেডিকেলের টিকিটের টাকা লোপাটের আসামি ৬ জন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের টিকিট বিক্রির অর্ধ কোটি টাকা লোপাটের অভিযোগে ছয়জনকে আসামি করে মামলা করতে যাচ্ছে দুদক।

অনুসন্ধান কর্মকর্তার প্রতিবেদন যাচাই-বাছাই করে কমিশন মঙ্গলবার এই ছয়টি মামলা দায়েরের অনুমোদন দেয়।

দুদকের উপ-সহকারী পরিচালক নূরুল ইসলাম শিগগিরই মামলাগুলো দায়ের করবেন।

এসব মামলায় ওই ছয়জনের বিরুদ্ধে মোট ৫৯ লাখ ১০ হাজার ৬০১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হচ্ছে বলে দুদক কর্মকর্তারা জানান।

মামলা হবে হাসপাতালের জরুরি বিভাগের বরখাস্ত ইনচার্জ আজিজুল হক ভুঁইয়া, সাবেক এমএলএসএস আলমগীর হোসেন, সাবেক এমএলএসএস আব্দুল বাতেন সরকার, সাবেক অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক ও ক্যাশিয়ার মো. শাহজাহান, সাবেক এমএলএসএস আবু হানিফ ভুঁইয়া এবং জরুরি বিভাগের অফিস সহকারী হারুনর রশিদের বিরুদ্ধে।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, আজিজুল হক হাসপাতালের জরুরি বিভাগ থেকে ৮ লাখ ৩৮ হাজার ৬৬৮টি টিকিট গ্রহণ করে ৮১ লাখ ৭৫ হাজার ৫৮৫ টাকায় বিক্রি করেন। পরে তিনি এসব টিকিট বিক্রির টাকার মধ্যে ৬৬ লাখ ১৫ হাজার ৯৩০ টাকা সরকারি খাতে জমা করলেও বাকি ১৫ লাখ ৫৯ হাজার ৬৫৫ টাকা জমা করেননি।

অন্যদিকে তিনি জরুরি বিভাগে রোগী ভর্তি করে ৩৮ লাখ ৩৮ হাজার ২২৭ টাকা আদায় করেন। এর মধ্যে সরকারি কোষাগারে জমা দিয়েছেন ২৩ লাখ ৪৭ হাজার ২৮১ টাকা। এখানেও তিনি ১৪ লাখ ৯০ হাজার ৯৪৬ টাকা কম জমা করেন বলে প্রতিবেদনে বলা হয়।

শাহজাহানের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি হাসপাতালের জরুরি বিভাগে ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালনকালে (২০০৯ থেকে ২০১০ সাল) ১৫ হাজার টিকিট বিক্রি করে দেড় লাখ টাকা আত্মসাৎ করেছেন।

আবু হানিফ ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি গত ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত ২৮ হাজার টিকিট বিক্রি করে ২ লাখ ৮০ হাজার টাকা আত্মসাত্ করেন।

হারুনর রশিদ গত ২০০৯-২০১০ থেকে ২০১২-১৩ সাল পর্যন্ত ১ লাখ ১৫ হাজার টিকিট বিক্রি করে ১১ লাখ ৫০ হাজার আত্মসাৎ করেন বলে প্রতিবেদনে উঠে এসেছে।

আলমগীর হোসেন গত ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ২৮ হাজার টিকিট বিক্রি করে ২ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে প্রতিবেদেন উল্লেখ করা হয়।

বাতেন সরকারের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি জরুরি বিভাগে ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালনকালে গত ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত ১ লাখ টিকিট বিক্রি করে ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

Exit mobile version