Site icon Health News

দুদকের সুপারিশে স্বাস্থ্যের ২৩ জনকে বদলি

দুর্নীতি দমন কমিশনের সুপারিশের পর ২৩ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এই কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন স্বাস্থ্য অধিদপ্তরে থেকে দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

এই ২৩ কর্মকর্তা-কর্মচারীকে খাগড়াছড়ি, রাঙামাটি, ভোলা, বরিশাল, নওগাঁসহ বিভিন্ন জেলায় বদলি করে বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা বিভাগের আদেশ হয়েছে।

একই স্থানে থেকে তারা দুর্নীতির শক্তিশালী বলয় তৈরি করেছেন উল্লেখ করে গত ২৩ জানুয়ারি তাদের জরুরি ভিত্তিতে বদলির সুপারিশ করেছিল দুদক।

এছাড়া দুদক কর্মকর্তাদের পরিদর্শনে আট জেলার নয়টি হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিত থাকার বিষয়ে ব্যবস্থা নিতে আটটি তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

শেখ হাসিনার নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর চলতি বছরের শুরু থেকে স্বাস্থ্য খাতের দুর্নীতির বিরুদ্ধে অভিযানে নেমেছে দুদক।

এর ধারাবাহিকতায় গত ২১ জানুয়ারি ঢাকাসহ ১১টি জেলার সরকারি হাসপাতালে অভিযান চালিয়ে দুদক দেখে, হাসপাতালগুলোর ৪০ শতাংশ চিকিৎসকই অনুপস্থিত।

এই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আট উপ-সচিব পর্যায়ের কর্মকর্তাকে তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে দিয়ে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

Exit mobile version