Site icon Health News

দুর্ঘটনা: চিকিৎসার নীতিমালার গেজেট প্রকাশের নির্দেশ

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসা সেবা ও সহায়তাকারীর সুরক্ষায় যে নীতিমালা সরকার করেছে, তাতে আদালতের পর্যবেক্ষণ যুক্ত করে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ফরিদ আহমেদের হাইকোর্ট বেঞ্চ বুধবার এক রায়ে দুই মাসের মধ্যে স্বাস্থ্য সচিবকে এ গেজেট প্রকাশ করতে বলেছে।

এ সংক্রান্ত নতুন আইন না হওয়া পর্যন্ত এ নীতিমালাই আইন হিসেবে বিবেচ্য হবে বলে রায়ে উল্লেখ করা হয়েয়ছে।

২০১৬ সালের ২১ জানুয়ারি দুর্ঘটনায় আহত হয়ে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা না পেয়ে আরাফাত নামের এক ব্যক্তির মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে একটি রিট আবেদন করা হয়েছিল।

ওই রিট আবেদনে আদালতের রুলও হয়েছিল। ওই রুল যথাযথ ঘোষণা করে বুধবার রায় দিল হাইকোর্ট।

আদালতের রুল অনুযায়ী যানবাহন দুর্ঘটনায় আহত ব্যক্তির জরুরি চিকিৎসাসেবার স্বার্থে সরকার ‘জরুরি স্বাস্থ্যসেবা ও সহায়তাকারী সুরক্ষা প্রদান নীতিমালা-২০১৮’ প্রণয়ন করে। ওই নীতিমালার গেজেট প্রকাশ করতে বলা হয়েছে।

ওই নীতিমালায় বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে কোনো হাসপাতাল চিকিৎসা না দিয়ে ফেরত পাঠাতে পারবে না। চিকিৎসা সেবায় দেরি করা যাবে না এবং আহত ব্যক্তির আর্থিক সক্ষমতাও তখন বিবেচনা না করে চিকিৎসা দিতে হবে।

এতে বলা হয়, “আহত ব্যক্তির চিকিৎসা প্রদানে সক্ষমতা সম্পন্ন হাসপাতাল কোনো অবস্থাতেই চিকিৎসা না দিয়ে রোগীকে ফেরৎ বা স্থানান্তর করতে পারবে না।”

জরুরি চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে কোনো চিকিৎসক বা স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তির অবহেলা বা শৈথিল্য অসদাচরণ হিসেবে বিবেচিত হবে; অবহেলা বা শৈথিল্য প্রদর্শন করলে নিবন্ধন বা লাইসেন্স বা অনুমতি প্রদানকারী কর্তৃপক্ষ ওই হাসপাতালের বিরুদ্ধে বিধিমত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে।]

আহত ব্যক্তির জরুরি শল্য চিকিৎসার কারণে তার জীবননাশের আশঙ্কা থাকলে বা জীবনহানি ঘটলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে না বলেও উল্লেখ আছে নীতিমালায়।

এতে আরও বলা হয়, আহত ব্যক্তির সহায়তাকারী কোনো কাজের জন্য দায়ী হবেন না। তার প্রতি লিঙ্গ, ধর্ম, জাতীয়তা, বর্ণ বা অন্য কোনোরূপ বৈষম্য প্রদর্শন বা হয়রানি করা যাবে না।

নীতিমালায় বলা আছে, আহত ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা সম্বলিত হাসপাতালে স্থানান্তরের ক্ষেত্রে কোনো অ্যাম্বুল্যান্স পাওয়া না গেলে সংশ্লিষ্ট এলাকার আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপযুক্ত যানবাহনের ব্যবস্থা করবেন। অথবা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তা গ্রহণ করবেন।

Exit mobile version