Site icon Health News

একদিনেই আক্রান্ত শতাধিক, মৃত্যু আরো ১

দেশে একদিনে সর্বোচ্চ ১১২ জনের দেশে মিললো করোনাভাইরাস। গত ২৪ ঘন্টায় মোট ১ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা শেষে আক্রান্তের এ খবর দেয়া হয়

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের অনলাইন ব্রিফিংয়ে। এ সময় জানানো হয়, করোনা আক্রান্তে আরো একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ জনে।  

অন্যদিকে এ নিয়ে দেশব্যাপি আক্রান্তের সংখ্যা ৩৩০-তে দাঁড়ালো। গত ৬ দিনে এ সংখ্যা বৃদ্ধির পরিমাণ ৯, ১৮, ৩৫, ৪১, ৫৪ থেকে-১১২তে পৌছালো।   

দেশব্যাপি সংগ্রহ করা ১ হাজার ৯৭ জনের মধ্যে ঢাকার মধ্যে ৬শ ও ঢাকার বাইরের ৪ শতাধিক ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত ৫ হাজার ৯৯০ নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানানো হয়।

কোভিড-১৯ নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, নতুন আক্রান্ত ১১২ জনের মধ্যে শুধু রাজধানীর ঢাকাতেই ৬২ জন। নারায়নগঞ্জের আছেন ১৩ জন। বাকিরা অন্যান্য জেলার।

অধ্যাপক সেব্রিনা ফ্লোরা জানান, নতুন ১১২ জন আক্রান্তের ১০ বছরের নিচে আছেন ৩ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ৯ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ২৫ জন, ৩১ থেকে ৪০ বছরের ২৪ জন, ৪১ থেকে ৫০ বছরের ১৪জন, ৫১ থেকে ৬০ বছরের ২৩ জন এবং ৬১ থেকে ৭০ বছরে ১১জন।

ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানান, দেশের সকল বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এখন থেকে করোনাআক্রান্ত রোগিদের চিকিৎসার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সংগঠনের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

এর আগে এক প্রশ্নের জবাবে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানিয়েছিলেন, দেশে পর্যাপ্ত শণাক্তকরণ কীট রয়েছে এবং চলতি সপ্তাহের মধ্যে আরো একলাখ কীট দেশে এসে পৌছাবে।

Exit mobile version