Site icon Health News

দেশে নতুন আক্রান্ত দুজন ভালো আছেন

বাংলাদেশে নতুন করে আরো যে দুজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তারা বর্তমানে ভালো আছেন। এদের একজন ইতালি এবং অন্যজন জার্মানি থেকে দেশে এসেছেন।

রোববার সচিবালয়ে আন্ত:মন্ত্রনালয়ের বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমের কাছে এ তথ্য জানান। এর আগে শনিবার রাতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা দুজন আক্রান্তের খবর নিশ্চিত করেন।

দুজন আগেই দেশে এসেছেন জানিয়ে ইনস্টিটিউটের পরিচালক বলেন, তাদের একজন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। একজনের লক্ষণ-উপসর্গ দেখা দেওয়ার পর তাকে আইসোলেশনে রাখা হয়েছিল।

এদিকে রোববার দুপুরের নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআর-ও জানিয়েছে, দেশে এ মুহুর্তে ২ হাজার ৩১৪ জন হোম কায়ারেন্টাইনে আছেন। এরমধ্যে ১০ জন আছেন আইসোলেশনে। তবে তিনি জানান, বিদেশ থেকে ফিরে হোম কোয়ারেন্টাইনে থাকা অনেকেই যথাযথভাবে নিয়ম মানছেন না।

এর আগে গত ৮ মার্চ তিনজনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার কথা জানায় আইইডিসিআর। ওই তিনজনের দুইজন ছিলেন ইতালি প্রবাসী, অপরজন ছিলেন তাদের একজনের স্ত্রী। সচিবালয়ের বৈঠক শেষে জানানো হয়, আগের আক্রান্ত ৩ জনের সবাই এখন সুস্থ আছেন।

ইতালিতে করোনাভাইরাস ব্যাপক মাত্রায় ছড়িয়েছে। চীনে এই রোগ প্রথম দেখা দিলেও ইউরোপের এই দেশটি থেকেই তা বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।  

এদিকে ইতালি থেকে শনিবার আসা ১৪২ জনকে বাধ্যতামূলকভাবে আশকোনার হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে পরে রাতে তাদের নিজেদের ঘরে ফিরে ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার অনুমতি দেওয়া হলে প্রশাসনের সহায়তায় যার যার বাড়ি ফেরেন।তবে ইতালিসহ বিদেশ ফেরত আরো ২১০ জনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হজক্যাম্পে নেয়া হয়।

এদিকে রোববার সচিবালয়ের আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, এ মুহুর্তে স্কুল-কলেজ বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে এ বিষয়ে সচেতনা থাকতে শিক্ষামন্ত্রণালয়কে বেশকিছু পরামর্শ দেয়া হয়েছে।

Exit mobile version