Site icon Health News

দেশে মানসিক রোগী দুই কোটি, চিকিৎসক দুইশ!

১৬ কোটি মানুষের দেশ বাংলাদেশে দুই কোটির বেশি মানুষ মানসিক রোগে আক্রান্ত; অথচ তাদের চিকিৎসায় চিকিৎসক মাত্র দুইশর কিছু বেশি।

মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বুধবার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় এই পরিসংখ্যান তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, চিকিৎসকের অপ্রতুলতা এবং সচেতনতার অভাবে মনসিক রোগের চিকিৎসার আওতায় বাইরে থেকে যাচ্ছেন বেশিরভাগ রোগী।

মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ফারুক আলম বলেন, “দেশে সোয়া দুই কোটি মানুষ মানসিক রোগে আক্রান্ত বলে জরিপ চালিয়ে জানা গেছে। আর সারা দেশে মনোরোগ চিকিৎসক রয়েছেন মাত্র ২৩০ জন।”

এই অপ্রতুল চিকিৎসকদের কাছে থেকে মাত্র ১৫ থেকে ২০ শতাংশ রোগী সেবা পাচ্ছেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে ১৮ বছরের ঊর্ধে ১৬ দশমিক শূন্য ৫ শতাংশ মানুষ মানসিক রোগে ভুগছে। এই বয়সের চেয়ে কম বয়সীদের মধ্যে রয়েছে ১৮ দশমিক ৪ শতাংশ।

কিশোরদের মনোবিকাশ নিয়ে সমাজের মানুষের মধ্যে সচেতনতার অভাবের কথা বলেন তিনি। তার ভাষ্য, অভিভাবকদের আচরণ ও বাবা-মায়ের পারস্পরিক দ্বন্দ্বের প্রভাবও গিয়ে পড়ছে সন্তানের ওপর।

মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. হেদায়েতুল ইসলাম বলেন, “মানসিক রোগ বেড়ে গেলেও তা মোকাবেলায় আমাদের প্রস্তুতি অপ্রতুল।”

একাডেমিক পর্যায়ে সিলেবাস থেকেও মনোরোগ বিষয়ক পড়শোনা কমে যাচ্ছে বলে পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বলেন, “আমাদের অনেক মেধাবী ডাক্তার থাকা সত্ত্বেও তাদেরকে গ্রামাঞ্চলে পাঠানো যাচ্ছে না। এ কারণেই চিকিসা সেবা সবার মাঝে ছড়িয়ে দেওয়া যাচ্ছে না।।”

Exit mobile version