Site icon Health News

দেশে মৃত্যু ১০০ ছাড়াল

আবারও একদিনে মৃত্যুর সংখ্যা উঠল দশে; আর এর মধ্যে দিয়ে দেশে করোনা ভাইরাসে মৃত্যুর তালিকায় নাম উঠল ১০১ জনের।

শুধু তাই নয়, আক্রান্তের সংখ্যাটাও দাঁড় করালো তিন হাজারের কাছাকাছি।

এছাড়া গত ২৪ ঘন্টায় ২৭৭৯টি নমুনা পরীক্ষা করে ৪৯২ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ৯৪৮ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সোমবার অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এ তথ্য তুলে ধরেন।

আক্রান্তদের মধ্যে গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ১০ জন। এ পর্যন্ত মোট ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে ৮ জন পুরুষ, দুজন নারী। এদের মধ্যে ঢাকার ৫ জন, ঢাকার বাইরে নারায়ণগঞ্জে ৪ জন এবং নরসিংদীতে একজন।

মৃত ১০ জনের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণ করলে ৬০ বছরের ঊর্ধ্বে চার জন, ৫১-৬০ বছরের মধ্যে চার জন এবং ৪১-৫০ বছরের মধ্যে দুজন।

গাজীপুরে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে জানিয়ে নাসিমা সুলতানা বলেন, এটা প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ।

Exit mobile version