Site icon Health News

ধানমণ্ডিতে ইবনে সিনা ডায়াগনস্টিক, জাপান-বাংলাদেশকে জরিমানা

রোগ পরীক্ষায় অনিয়ম পাওয়ায় ঢাকার ধানমণ্ডিতে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ মেডিকেল সার্ভিসেস ও ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টারকে ১০ লাখ টাকা জরিমানা গুণতে হচ্ছে।

বুধবার দিনভর অভিযান চালিয়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে বলে বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

র‌্যাব জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহায়তায় সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত হাসপাতাল ও রোগ নিরূপণ কেন্দ্রগুলোতে অভিযান চলে।

অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন, মানুষের রক্ত ব্যবহার করে মাইক্রোরিয়েল ব্লাড কালচার করা এবং অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের পর সংশ্লিষ্ট চিকিৎসক কর্তৃক সঠিকভাবে রেজিস্ট্রারে না লেখায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ মেডিকেল সার্ভিসেসকে আট লাখ টাকা জরিমানা করা হয়।

ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ল্যাব পরিচালনা করা হচ্ছিল বলে র‌্যাব জানায়। একে ২লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই এলাকার নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ বিক্রি করায় তাদের ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Exit mobile version