Site icon Health News

নতুন মৃত ১১ জনের বয়স ৫১ থেকে ৯০ এর মধ্যে

গত ৫ মে’র পরে ২৪ ঘন্টার হিসেবে মাত্র একদিন-ই ৭শ’র নিচে নেমেছিল দেশে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা। তারপর একলাফে হাজার পার হয়।

তবে মঙ্গলবার ২৪ ঘন্টায় নতুন করে ৯শ’ ৬৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিরামহীনভাবে বেড়ে চলায় খুব অল্প সময়ে তা এখন ১৬ হাজার ৬৬০ জনে ঠেকেছে।  

করোনায় মৃতের সংখ্যা বেড়েছে ২৫০ জনে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১ জন। মৃতদের সবার বয়সই ৫০ বছরের উপরে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন। মোট সুস্থ হয়েছেন তিন হাজার ১৪৭ জন। 

মঙ্গলবার দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

বুলেটিনে স্বাস্থ্য অধিদফতর জানায়, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছিল ছয় হাজার ৮৪৫টি, তার মধ্যে পরীক্ষা করা হয়েছে ছয় হাজার ৭৭৩টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ৩৬ হাজার ৬৩৮টি। মারা যাওয়া ১১ জনের মধ্যে সাত জন পুরুষ ও চার জন নারী।

এর মধ্যে ঢাকা মহানগরীতে পাঁচ জন, নারায়ণগঞ্জে দুজন, নরসিংদীতে একজন, চট্টগ্রাম বিভাগে দুজন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিন জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছেন।’

বুলেটিনে জানানো হয়, বর্তমানে আইসোলেশনে আছেন দুই হাজার ৩৬১ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৫২ জনকে। আর আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৭ জন। এখন পর্যন্ত মোট ছাড় পেয়েছেন এক হাজার ২৫৬ জন। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে এক হাজার ৬৬৬ জনকে।

এখন পর্যন্ত দুই লাখ ২৫ হাজার ৮৪ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। অবশ্য বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৪৫ হাজার ৩৮৫ জন।

Exit mobile version