Site icon Health News

পণ্য তুলে নিচ্ছে জনসন অ্যান্ড জনসন

পরীক্ষার পর আবারও ত্বকের জন্য ক্ষতিকর উপাদান অ্যাজবেস্টসের উপস্থিতি পাওয়ায় জনসন অ্যান্ড জনসন কোম্পানি যুক্তরাষ্ট্রের বাজার থেকে প্রায় ৩৩ হাজার বোতল বেবি পাউডার প্রত্যাহার করে নেবে।

যুক্তরাষ্ট্রের হেল্থ রেগুলেটর কর্তৃপক্ষ আনলাইন থেকে কেনা এক বোতল বেবি পাউডার পরীক্ষা করে সেটিতে অ্যাজবেস্টস পাওয়ার পর দেশটির এ ওষুধ কোম্পানি তাদের প্রধান পণ্য বেবি পাউডার বাজার থেকে তুলে নেওয়ার এ ঘোষণা দেয়।

শুক্রবার সংবাদ সম্মেলন করে কোম্পানির চিকিৎসা নিরাপত্তা সংস্থার ‘উইমেন্স হেল্থ’ বিভাগের প্রধান ডা. সুসান নিকোলসন বলেন, “আমাদের ট্যালকম পণ্যে অ্যাজবেস্টসের উপস্থিতি পাওয়া খুবই বিরল। এছাড়া পরীক্ষার যে সময়ের কথা বলা হচ্ছে তাতেও গড়বড় আছে।”

পণ্য প্রত্যাহারের খবর প্রকাশের পর কোম্পানির শেয়ার ৬ শতাংশের বেশি পড়ে গেছে।

বেবি পাউডারসহ জনসনের ট্যালকম পণ্যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদন রয়েছে অভিযোগ তুলে ১৫ হাজারের বেশি ক্রেতা কোম্পানিটির বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেছেন।

গত বছর ওইসব মামলার কয়েকটির রায়ে জনসন অ্যান্ড জনসনকে কোটি কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়।

ট্যালকম পণ্যে ক্ষতিকর উপদান থাকার আশঙ্কায় এই প্রথম তারা বাজার থেকে পণ্য প্রত্যাহারের ঘোষণা দিল।

যুক্তরাষ্ট্রের হেলথ রেগুলেটর এবার প্রথম বেবি পাউডারে দূষিত উপাদান থাকার কথা জানায়।

Exit mobile version