Site icon Health News

পপুলার ডায়াগনস্টিককে ২৫ লাখ টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ রাসায়নিক, ইনজেকশন রাখায় ২৫ লাখ টাকা জরিমানা গুণতে হচ্ছে ঢাকার ধানমণ্ডির পপুলার ডায়াগনস্টিককে।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত সোমবার অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করে। অভিযানটি পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

তিনি সাংবাদিকদের বলেন, পপুলারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট এবং বেশকিছু ইনজেকশন পাওয়া যায়।

তবে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মহাব্যবস্থাপক মোসাদ্দেক হোসেনের দাবি, তারা এগুলো ব্যবহার করছিলেন না।

তিনি বলেছেন, সরিয়ে ফেলার জন্য স্টোরে এগুলো গুছিয়ে রাখা হয়েছিল। মেয়াদোত্তীর্ণ রাসায়নিক কিংবা ইনজেকশন কখনই ব্যবহার করা হয় না।

Exit mobile version