Site icon Health News

সাড়ে ৯ হাজার নতুন চিকিৎসক নিয়োগ হচ্ছে

নতুন করে ৯ হাজার জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই পর্যায়ে মোট ৯ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

এছাড়া ২০২১ সালের মধ্যে প্রসবকালীন শিশু ও মাতৃ মৃত্যুর হার শূন্যের কোঠায় নিয়ে আসার লক্ষ্যে ৬০০ মিডওয়াইফ নিয়োগ চূড়ান্ত করার কথাও জানান অর্থমন্ত্রী।

রোগীদের জন্য মানসম্মত সেবা এবং চিকিৎসকদের পেশাগত সুরক্ষায় আইনি কাঠামোর সংস্কার করা হবে।

অর্থমন্ত্রী বলেন, “রোগীদের জন্য মানসম্মত সেবা এবং চিকিৎসকদের পেশাগত সুরক্ষা উভয় বিষয়ের যৌক্তিকতা অনুধাবন করে আমরা আইনি কাঠামোতে সংস্কার আনছি।”

১৯৮২ সালের চিকিৎসা আইন পরিবর্তন করে নতুন ‘চিকিৎসা সেবা আইন’ প্রণয়ন করার কথা জানান অর্থমন্ত্রী।

এছাড়া দেশের জনগণের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে নতুন ‘মানসিক স্বাস্থ্য আইন’ প্রণয়ন করা হচ্ছে।

সাধারণ স্বাস্থ্যসেবার পাশাপাশি বিকল্প চিকিৎসা পদ্ধতিকে জনপ্রিয় করতে হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক নিয়োগ, ঔষধি বৃক্ষ রোপন ও ভেষজ বাগান সৃজনের কার্যক্রম পরিচালনা করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

Exit mobile version