Site icon Health News

পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাড়ি বাড়ি যেয়ে পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বাড়াতে মাঠ কর্মীদেরকে উদ্যোগ নিতে বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার সচিবালয়ে পরিবার পরিকল্পনা কার্যক্রম সংক্রান্ত এক সভায় তিনি বলেন, গত নয় বছরে পরিবার পরিকল্পনা কর্মসূচির ক্ষেত্রে অনেক সাফল্য অর্জিত হয়েছে, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে।

“এই সাফল্যকে ধরে রেখে দক্ষ মানবসম্পদ সৃষ্টির জন্য আরো কার্যকর ভূমিকা রাখতে হবে।”

মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে জোরদার করে দৃশ্যমান সাফল্য অর্জনের জন্য মাঠ কর্মীদেরকে তৎপর হওয়ারও নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

বাড়ি বাড়ি যেয়ে মাঠ কর্মীরা কাজ করছে কিনা তা তদারকি করা কর্মকর্তাদের দায়িত্ব মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, “এই দায়িত্বে অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

পরিবার পরিকল্পনা কার্যক্রমের সাথে সংশ্লিষ্টদেরকে নির্দিষ্ট পোশাক পরারও নির্দেশ দেন তিনি।

সভায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব জি. এম. সালেহ উদ্দিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ারসহ উপস্থিত ছিলেন।

Exit mobile version