Site icon Health News

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর প্রধান চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

একুশে পদকপ্রাপ্ত চিকিৎসককে সচিব পদমর্যাদায় চুক্তিতে এই নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ মেডিসিন বিশেষজ্ঞ দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত দায়িত্ব পালন করছেন।

এর আগে অধ্যাপক ডা. নুরুল ইসলাম প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর আর কোনও সরকারপ্রধানের কোনও ব্যক্তিগত চিকিৎসক ছিল না।

সেক্ষেত্রে দেশের দ্বিতীয় কোনও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের স্থান পেলেন এবিএম আব্দুল্লাহ।

বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী ব্যক্তিগত চিকিৎসকের দায়িত্ব পালন করছেন লে. কর্নেল তৌহিদা নওয়াজেশ রোজী।

Exit mobile version