Site icon Health News

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন বিএসএমএমইউর ৫ শিক্ষার্থী

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৭’ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী।

বুধবার ইউজিসির উদ্যোগে পদক প্রদান অনুষ্ঠানে এই পাঁচ শিক্ষার্থীকে স্বর্ণ পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬৩ জন কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদকপ্রাপ্ত ৫ কৃতি শিক্ষার্থী হলেন মেডিসিন অনুষদের মনোরোগবিদ্যা বিভাগের ডা. হোসেনে আরা, সার্জারি অনুষদের রেডিওলজি অ্যন্ড ইমেজিং বিভাগের ডা. জান্নাতুল ফেরদৌস, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ফার্মাকোলজি বিভাগের ডা. ফাতিহা তাসমিন জীনিয়া, ডেন্টাল অনুষদের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফিশিয়াল সার্জারি বিভাগের ডা. দেওরিকা প্রসাদ বাজগাই এবং প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের মো. শাখাওয়াত হোসেন চৌধুরী।

Exit mobile version