Site icon Health News

‘প্রান্তিক জনগণের দোরগোড়ায় পৌঁছাবে স্বাস্থ্যসেবা’

গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, দেশের জনসাধারণের জন্য সুলভে মানসম্পন্ন স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার কল্যাণ সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর উদ্দেশ্যে ১৩ হাজার ৫০০টি কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। এছাড়া এবং এ ক্লিনিকগুলোতে ১৩ হাজার ৮২২ জন হেলথ কেয়ার প্রোভাইডার নিয়োগ দেওয়া হয়েছে।

গরীব-দুঃস্থ গর্ভবতী মায়েদের জন্য ৫৩টি উপজেলায় মাতৃভাউচার কর্মসূচি পরিচালনা করার কথাও জানান তিনি।

দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি চালু করার প্রস্তার করেন আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, এর আওতায় পাইলট ভিত্তিতে টাঙ্গাইলের ৩টি উপজেলায় ৬৮ হাজার ৫৫৭টি পরিবারকে নিবন্ধিত করা হয়েছে যারা কার্ড ব্যবহার করে আন্তঃবিভাগীয় ও বহিঃবিভাগীয় সেবা গ্রহণ করছে।

Exit mobile version