Site icon Health News

বছরে ৩ হাজার শিশু ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে

বাংলাদেশে প্রতিবছর ৩ হাজার শিশু ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে বলে দাবি করেছে অরবিস ইন্টারন্যাশনাল।

সংস্থাটি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

অরবিস বলছে, ডায়াবেটিস আক্রান্ত এসব শিশুরা অন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতেও রয়েছে। তাদের অন্ধত্ব থেকে রক্ষা করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি।

ঢাকায় ‘অরবিস ইন্টারন্যাশনাল, বাংলাদেশ’ আয়োজিত ডায়াবেটিক শিশুদের চক্ষুসেবার সমন্বিত পদক্ষেপের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় বিষয়ক এক আলোচনায় এ তথ্য জানানো হয়েছে।

সভায় আলোচকরা বলেন, বিশ্বজুড়েই ডায়াবেটিক শিশুদের সংখ্যা বাড়ছে এবং সঠিক চিকিৎসার অভাবে নানা জটিলতায় শিশুরা সারাজীবন ভুগছে। 

বাংলাদেশ ডায়াবেটিক হাসপাতাল এবং অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় দুই বছরে ঢাকা বারডেম এবং বগুড়া বারডেমে ৩ হাজারের বেশি শিশুসহ ৭ হাজারেরও বেশি জটিল রোগীকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়, উন্নত চশমা দেওয়া হয় ৩ শতাধিক রোগীকে, ৮১টি চক্ষু অপারেশনে সহায়তা করা হয় এবং বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় ৮০ জন চিকিৎসকসহ সংশ্লিষ্টদের।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এশিয়া-প্যাসিফিক অপথামোলজি একাডেমির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আভা হোসেন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব ডা. সাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অরবিস ইন্টারন্যাশনালের রিসার্চ ডিরেক্টর এবং বেলফাস্ট কুইন্স ইউনিভার্সিটির অধ্যাপক ডা. নাথান জি কংডন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জাফর খালেদ, ইউএস-এআইডির ঢাকা অফিসের ডিরেক্টর ক্যারল ভেংকুয়েজ এবং অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্টি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ।

Exit mobile version