Site icon Health News

বাজেট: স্বাস্থ্য খাতে ২৩ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতের উন্নয়নে বরাদ্দ বাড়ানো হয়েছে। এ খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ২৩ হাজার ৩৮৩ কোটি টাকা। যা মোট বাজেটের ৫ শতাংশ।

গত বছরের থেকে বেড়েছে ২ হাজার ৭৩২ কোটি টাকা। গত বছর এ খাতে বরাদ্দ ছিল ২০ হাজার ৬৫১ কোটি টাকা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

তিনি উন্নয়ন খাতে যেসব বিষয়ে গুরুত্বারোপ করেন সেগুলো হল- স্বল্প মূল্যে স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার কল্যাণ সেবা নিশ্চিত করা, নতুন কমিউনিটি ক্লিনিক নির্মাণ, সম্প্রসারিত টিকাদান কার্যক্রম, বিএসএসসি নার্সিং কোর্স, ‘এ’ ক্যাম্পেইন, শিশু বিকাশ কেন্দ্র, নারীবান্ধব হাসপাতাল ইত্যাদি।

অসংক্রামক জটিল রোগের জন্য আর্থিক সহায়তা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা আরো ৫ হাজার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়া চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির উপকারভোগীর সংখ্যা ৩০ হাজার থেকে ৪০ হাজার, দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা মাসিক ৫০০ টাকা থেকে ৮০০ টাকা এবং ভাতার মেয়াদ ২ বছরের পরিবর্তে ৩ বছর নির্ধারণ করে ভাতাভোগীর সংখ্যা ৬ লাখ থেকে ৭ লাখে উন্নীতের বিষয়ও বাজেট বক্তৃতায় তুলে ধরেন অর্থমন্ত্রী।

কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তার আওতায় মাসিক ভাতা ৫০০ টাকা হতে ৮০০ টাকায় বৃদ্ধি এবং ভাতা প্রদানের মেয়াদ ২ বছরের পরিবর্তে ৩ বছর নির্ধারণ এবং ভাতাভোগীর সংখ্যা ২ লাখ থেকে আড়াই লাখে উন্নীতের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

দুপুর সাড়ে ১২টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। চলতি অর্থবছরের মূল বাজেট ৪ লাখ ২৬৬ কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত বাজেট ৩ লাখ ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা। অর্থাৎ আগামী বাজেটের আকার সংশোধিত বাজেট থেকে প্রায় ৯৩ হাজার কোটি টাকা বেশি।

দেশের ৪৭ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি। ব্যক্তিগতভাবে অর্থমন্ত্রীর ১২তম বাজেট। এর মধ্য দিয়ে টানা দশবার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী।

Exit mobile version