Site icon Health News

বাড়ছে এনার্জি ড্রিংকের দাম

অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করে এনার্জি ড্রিংকের দাম বাড়ানোর প্রস্তাব করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার তিনি ২০১৮-১৯ অর্থবছরের জন্য যে বাজেট প্রস্তাব করেছেন, তাতে এনার্জি ড্রিংকের সম্পূরক শুল্ক ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেন।

মুহিত বলেন, “স্বাস্থ্যঝুঁকি ও ব্যবহার হ্রাস করার বিষয়টি বিবেচনায় নিয়ে এনার্জি ড্রিংকের উপর ২৫ শতাংশ সম্পূরক শুল্কের স্থলে ৩৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করছি।”

স্বাস্থ্য হানিকর সিগারেট ও বিড়ির কাগজের উপর সম্পূরক শুল্ক ২০ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাবও করেছেন তিনি। হাতে তৈরি বিড়ির খুচরা মূল্যহার বাড়ানোর প্রস্তাবও করা হয়েছে নতুন বাজেটে।

এছাড়া শুল্ক বাড়ানোয় বাড়তে যাচ্ছে সব ধরনের প্রসাধন সামগ্রী, কফি, গ্রিন টির দাম। অন্যদিকে নতুন বাজেটে কমতে পারে গুঁড়োদুধ, কম দামি পাউরুটি ও কেকের দাম।

গুঁড়োদুধ প্রক্রিয়াজাতকরণ শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ১০ শতাংশ কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ভ্যাট অব্যাহতি পাচ্ছে ১০০ টাকা পর্যন্ত পাউরুটি, বনরুটি, হাতে তৈরি বিস্কুট।

ক্যান্সার প্রতিরোধক ওষুধ প্রস্তুতের উপকরণের উপর রেয়াতি সুবিধা দেওয়ার প্রস্তাব করায় এক্ষেত্রেও দাম কিছুটা কমতে পারে।

Exit mobile version