Site icon Health News

বিএসএমএমইউতে বিনামূল্যে রোগ পরীক্ষা

জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ অগাস্ট বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।

ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ পাওয়ার পাশাপাশি কিছু পরীক্ষা বিনামূল্যে এবং কিছু পরীক্ষা অর্ধেক মূল্যে করা যাবে বলে বিএসএমএমইউ কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এতে বলা হয়, “জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ অগাস্ট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। একইসঙ্গে এই প্রথমবারের মতো কিছু পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে দেওয়া হবে, কিছু পরীক্ষা করা হবে অর্ধেক মূল্যে।”

বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, বিনামূল্যে এবং অর্ধেকমূল্যে পরীক্ষা-নিরীক্ষা বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া পরিচালক (হাসপাতাল) ও  প্রত্যেক বিভাগের বিভাগীয় চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন।

Exit mobile version