Site icon Health News

বিদেশে রপ্তানি হচ্ছে দেশের ওষুধ

দেশে ওষুধ চাহিদার প্রায় ৯৮ ভাগ মেটানোর পর বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, “ওষুধ উৎপাদনেও আমাদের অর্জন গর্ব করার মত। দেশের চাহিদার প্রায় ৯৮ শতাংশ মেটানোর পর বাংলাদেশে উৎপাদিত ওষুধ এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে।”

২০১৭ সালে বিশ্বের ১৪৫টি দেশে ৩ হাজার ১৯৬ কোটি টাকার ওষুধ রপ্তানি করা হয়েছে এ তথ্য তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, সারা বিশ্বে বাংলাদেশে উৎপাদিত ওষুধের বিশেষ সুনাম রয়েছে।

‘ওষুধ নীতি ২০১৬’ জারি করার কথাও জানান মন্ত্রী।

বাংলাদেশের ওষুধ উৎপাদন প্রতিষ্ঠান পরিদর্শন করা এখন সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি অভিজ্ঞতা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সেখানে কোন ওষুধের গন্ধ নেই বা ওষুধের বর্জ্য দেখা যায় না।

Exit mobile version