Site icon Health News

বিশেষায়িত হাসপাতাল হচ্ছে ঢাকায়

দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতাল হচ্ছে ঢাকায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এই হাসপাতালের নির্মাণকাজের ভিত্তি স্থাপন করবেন।

বিএসএমএমইউর উত্তর পাশে ৩ দশমিক ৪ একর জায়গায় এক হাজার ৩৬৬ কোটি টাকায় নির্মিত হবে ১৩ তলা এই হাসপাতাল।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, ২০২১ সালে উদ্বোধনের পর এই হাসপাতালের এক ছাদের নিচেই মিলবে সবধরনের স্বাস্থ্য সেবা।

তিনি বলেন, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সলেন্সের আওতায় আরো কয়েকটি নতুন প্রকল্পও উদ্বোধন করবেন।

নতুন হাসপাতালটি সম্পর্কে তিনি বলেন, বিএসএমএমইউ উপাচার্য বলেন, বাংলাদেশে কম খরচে সর্বাধুনিক চিকিৎসা সেবার মডেল হবে এক হাজার শয্যার এই হাসপাতাল।

হাসপাতাল প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক জুলফিকার রহমান বলেন, মা ও শিশুর সব ধরনের সেবা এখানে একই জায়গায় পাওয়া যাবে।

তিনি জানান, নতুন এই হাসপাতালে সেন্টার ফর স্পেশালাইজড অটিজম অ্যান্ড ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড কেয়ার, ইমারজেন্সি মেডিকেল কেয়ার সেন্টার, হেপাটোবিলিয়ারি অ্যান্ড গ্যাস্ট্রোএনটারোলজি সেন্টার, কার্ডিও অ্যান্ড সেরিব্রো-ভাসক্যুলার সেন্টার, কিডনি সেন্টার এবং রেসপিরেটরি মেডিসিন সেন্টারসহ আরো কয়েকটি সেন্টার থাকবে।

এই নির্মাণব্যয়ের মধ্যে কোরিয়া দিচ্ছে এক হাজার ৪৭ কোটি টাকা দিচ্ছে ঋণ হিসেবে। এই প্রকল্পে সহযোগিতা দিচ্ছে দক্ষিণ কোরিয়া, হাসপাতালের নকশাও তাদের করা।

মাত্র শূন্য দশমিক শূন্য এক শতাংশ সুদে ৪০ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে, যার মধ্যে গ্রেস পিরিয়ড থাকবে ১৫ বছর।

১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকারের সময় সাবেক ইনস্টিটিউট অব পোস্টগ্রাজুয়েট মেডিকেল রিসার্চকে (আইপিজিএমআর, পিজি হাসপাতাল নামে পরিচিত) বিশ্ববিদ্যালয়ে উন্নীত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়।

Exit mobile version