Site icon Health News

বেসরকারি মেডিকেলে এমবিবিএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি

দেশের বেসরকারি মেডিকেল কলেজে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ছাত্রছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

গত ৫ অক্টোবর ভর্তির লিখিত পরীক্ষায় যারা ৪০ নম্বর পেয়েছে তারাই ভর্তির জন্য বিবেচিত হবেন।

সোমবার (১২ নভেম্বর) ১০০০ টাকার বিনিময়ে স্ব স্ব কলেজ থেকে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে। ২২ নভেম্বর জমা দেয়ার মধ্যে জমার কাজ শেষ করতে হবে।

আবেদন যাচাই-বাছাইয়ের পর ২৫ নভেম্বর কলেজের নোটিশ বোর্ডে ও কলেজের ওয়েবসাইটে ফলাফল (নির্বাচিত ও অপেক্ষমান তালিকা) প্রকাশ করা হবে।

সরকারি নিয়ম অনুযায়ী অস্বচ্ছল ও মেধাবী কোটায় ৫% এবং মুক্তিযোদ্ধা ও পোষ্য কোটায় ২% আসনে ভর্তির সুযোগ থাকবে এসব মেডিকেল কলেজে ভর্তিতে। এক্ষেত্রে তাদের পৃথক ফরমে আবেদন করতে হবে।

ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২ ডিসেম্বর এবং তা চলবে বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ২০১৯ সালের ১০ জানুয়ারি থেকে।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম,রংপুর সহ বিভিন্ন বিভাগ ও জেলায় এসব মেডিকেল কলেজগুলো এই কোর্স পরিচালনা করে আসছে।

Exit mobile version