Site icon Health News

বেহাল জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

অব্যবস্থাপনা, জনবল সঙ্কট, ওষুধ বিতরণে অনিয়ম, চিকিৎসকের অনুপস্থিতি, রোগীদের সঙ্গে নার্সদের দুর্ব্যবহারসহ নানা অভিযোগ নিয়ে চলছে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে যথাযথ স্বাস্থ্য সেবা পাচ্ছেন না এই উপজেলার প্রায় ২ লাখ মানুষ।

জৈন্তাপুর স্বাস্থ্য  কমপ্লেক্সটি সম্প্রতি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করেছে সরকার। এতে স্বাস্থ্য সেবার মান বাড়ার আশা স্থানীয়রা করলেও তাদের হতাশ হতে হয়েছে।

শয্যা সংখ্যা বাড়ানো হলেও প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম না থাকায় প্রত্যাশিত সেবা দেওয়া যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

খবর নিয়ে দেখা যায়, ৫০ শয্যার এই হাসপাতালের জন্য ১৪ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত ৭ জন। সব মিলিয়ে মোট ৯৭টি পদ থাকলেও কর্মরত ৫৯ জন, ৩৮টি পদ শূন্য।

গাইনি সংক্রান্ত রোগী বেশি হলেও এই বিভাগের চিকিৎসকের ২টি পদের মধ্যে আছেন একজন। তাও তিনি নিয়মিত আসেন না বলে অভিযোগ স্থানীয়দের। দন্ত চিকিৎসকের পদটিও শূন্য।

এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সটির জেনারেটর ও আইপিএস বিকল থাকায় রাতের বেলা রোগীদের কষ্ট সইতে হয়। তিনটি অ্যাম্বুলেন্সের দুটিই বিকল হয়ে আছে।

এসব বিষয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উজ্জ্বল কান্তি দত্ত বলেন, “জনবল স্বল্পতার বিষয়টি আমরা বার বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো পদক্ষেপ নেই। যার কারণে আমাদের পক্ষে হাসপাতালের কার্যক্রম চালানো অনেকটা কঠিন হচ্ছে।”

এই অবস্থায় জরুরি ভিত্তিতে শূন্য পদগুলো পূরণের জন্য স্বাস্থ্য বিভাগের কাছে দাবি জানাচ্ছেন জৈন্তাপুরবাসী।

Exit mobile version