Site icon Health News

ভারতে রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে করোনা রোগী শনাক্ত

ভারতে রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে এক পরিচ্ছন্নতা কর্মীর দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

এনডিটিভির এক খবরে বলা হয়, চার দিন আগে ওই পরিচ্ছন্নতা কর্মীর দেহে সংক্রমণ ধরা পড়ে।এরপর প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়।

খবরে আরো বলা হয়েছে, রাষ্ট্রপতি ভবনের সচিব পর্যায়ের কর্মকর্তা ও তাদের পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। আর কর্মীদের দিল্লির একটি কোয়ারেন্টিন কেন্দ্রে নিয়ে রাখা হয়েছে।

তবে পরীক্ষা করে এখনো কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী ছাড়া অন্য কারও দেহে ভাইরাসটি পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৬০১ জনে দাঁড়িয়েছে।

এদের মধ্যে ৫৯০ জনের মৃত্যু হয়েছে। এদের ৪৭ জন সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন।

কোভিড-১৯ রোগীর সংখ্যার দিক থেকে ভারতের রাজ্যগুলোর মধ্যে শীর্ষে আছে মহারাষ্ট্র। এরপরই রাজধানী দিল্লির অবস্থান, যেখানে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে।

অতি ছোঁয়াচে ভাইরাসটির বিস্তার ঠেকাতে চার সপ্তাহ ধরে পুরো ভারত রয়েছে লকডাউনে, চলবে ৩ মে পর্যন্ত।

Exit mobile version