Site icon Health News

ভুটান গেল বাংলাদেশের ওষুধ

প্রতিবেশী দেশ ভুটানে এক বছরের প্রয়োজনীয় ওষুধ পাঠাল বাংলাদেশ।

বৃহস্পতিবার বুড়িমারী স্থলবন্দরে ভুটান দূতাবাস ও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জরুরি ওষুধের ৩৫ মেট্রিক টন চালানটি গ্রহণ করা হয়।

গত বছরের এপ্রিলে ভুটান সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের হেলথ ট্রাস্ট ফান্ডে এক বছরের প্রয়োজনীয় ওষুধ সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন।

২০ কোটি টাকার ২৫৮ ধরনের ওষুধ সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই তিন মাসে ভুটানে পাঠানোর কথা। এর মধ্যে বৃহস্পতিবার ৩৫ মেট্রিক টনের প্রথম চালানটি গেল।

অক্টোবর ও নভেম্বরে একইভাবে ওষুধের পরের চালানগুলো পাঠানো হবে।

এর আগে ২৩ জুলাই সচিবালয়ে বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত সোনাম তবদেন রাবগের কাছে টোকেন ওষুধ তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বাংলাদেশি ওষুধ আমদানিতে বরাবরই আগ্রহ দেখিয়ে আসছে ভুটান সরকার।

২০১৬ সালের হিসেব অনুযায়ী, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ বিশ্বের ৯০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে।

Exit mobile version