Site icon Health News

ভোটের প্রচারে থাকায় ওসমানীর অধ্যক্ষ, সিভিল সার্জনকে শোকজ

সরকারি চাকরি করে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে অংশ নেওয়ায় ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সিলেটের সিভিল সার্জনকে কারণ দর্শাতে বলেছে নির্বাচন কমিশন।

অধ্যক্ষ মুর্শেদ আহমদ চৌধুরী এবং সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়কে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করেছে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়।

মঙ্গলবার তাদের নামে শোকজ নোটিসের চিঠি পাঠানো হয় বলে হেলথ নিউজকে নিশ্চিত করেছেন সিসিক নির্বাচনের তথ্য প্রধানকারী কর্মকর্তা প্রলয় কুমার সাহা।

আগামী ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বিএনপি থেকে আরিফুল হক চৌধুরী ও আওয়ামী লীগ থেকে বদরউদ্দিন কামরান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রলয় সাহা বলেন, “নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন না।

“তারপরও প্রথম আলো পত্রিকার মাধ্যমে মুর্শেদ আহমদ এবং হিমাংশু লাল রায় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন বলে জানা গেছে। এই কারণেই তাদেরকে শোকজ করা হয়েছে।”

আগামী তিন দিনের মধ্যে দুজনকে চিঠির উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রলয় সাহা।

গত ১৮ জুলাই সিলেটের সিভিল সার্জন হিমাংশু লাল রায়ের সভাপতিত্বে এক সভায় অধ্যক্ষ মুর্শেদ আহমদসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

সিভিল সার্জন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় তারা স্বাস্থ্য বিভাগে সরকারের সাফল্য তুলে ধরার পাশাপাশি আওয়ামী লীগের নৌকার পক্ষে ভোট চেয়েছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

কামরানকে ভোট দেওয়ার জন্য চৌহাট্টা ও ওসমানী মেডিকেল এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করতেও তাদের দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।

সিটি করপোরেশন নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি সরকারি কর্মকর্তা হিসেবে তারা চাকরিবিধিও ভঙ্গ করেছেন বলে নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন।

এ বিষয়ে মুর্শেদ আহমদ এবং হিমাংশু লাল রায়ের প্রতিক্রিয়া জানতে তাদের ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

Exit mobile version