Site icon Health News

মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা করবে এপেক্স বাংলাদেশ

‘মাদককে না বলুন’ এই স্লোগান নিয়ে সাইকেল শোভাযাত্রার আয়োজন করেছে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ।

শুক্রবার ঢাকার মানিক মিয়া এভিনিউতে এ শোভাযাত্রা শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে বলে জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এই শোভাযাত্রা উদ্বোধন করবেন। ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়াও উপস্থিত থাকবেন অনুষ্ঠানে।

এ আয়োজনের সমন্বয়কারী এপে. এজাজ মাহমুদ রনি বলেন, ‘আমাদের তরুণ সমাজকে মাদক যেভাবে কেড়ে নিচ্ছে, এটা খুবই দুঃখজনক।

মাদকের ফাঁদে আটকা পড়ে তরুণরা তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় যেমন হারাচ্ছে, তেমনি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা হয়ে যাচ্ছে। শুধু তাই না, মাদকের কারণে তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অন্যায়েও লিপ্ত হয়ে পড়ছে। আমরা তাই মাদকমুক্ত সমাজ গড়তে চাই। সেজন্যই আমাদের ব্যতিক্রমী এ আয়োজন।’

এপেক্স বাংলাদেশ জানায়, ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩ শতাধিক তরুণ সাইকেল নিয়ে এ শোভাযাত্রায় অংশ নিতে রেজিস্ট্রেশন করেছে।

সকাল ৯টায় এপেক্স বাংলাদেশের মাদকবিরোধী টি-শার্ট গায়ে সবাই যাত্রা শুরু করবে। এ শোভাযাত্রাটি খামারবাড়ি-তেজগাঁও লিংক রোড, সাতরাস্তা, মগবাজার, কাকরাইল মোড়, মৎস্য ভবন হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে।

পুরো এ আয়োজনটির অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের প্রথম স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল হেলথ নিউজ।

এছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে একাত্তর টিভি, সমকাল, জাগো নিউজ, বাংলাদেশ নিউজ আওয়ার, কুষ্টিয়ার সময়, ‘এখন’ ডটকম ও রেডিও পার্টনার হিসেবে জাগো এফএম যুক্ত রয়েছে।

দুরন্ত বাইসাইকেলের সহযোগিতায় এ আয়োজনের ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে ‘চাকাঅলা ও ষড়জ অ্যাডভেঞ্চার’।

Exit mobile version