Site icon Health News

মান ঠিক করে তবেই মেডিকেল কলেজ: প্রধানমন্ত্রী

মানহীন মেডিকেল কলেজের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, শিক্ষার মান রক্ষা করে তবেই মেডিকেল কলেজ করতে হবে, যত্রতত্র করার অনুমতি দেওয়া হবে না।

মঙ্গলবার জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ও জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন সরকার প্রধান।

স্বাস্থ্য নিয়ে রোগী, চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবার মধ্যে সচেতনতা তৈরিতে এবারই প্রথম স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন করা হচ্ছে।

শেখ হাসিনা বলেন, “মেডিকেল কলেজ তৈরির ক্ষেত্রেও অবশ্যই বিবেচনা করতে হবে যে, কত ছাত্র, কত শিক্ষক, আর শিক্ষার মানটা কতটুকু হবে। আমাদের অভ্যাস আছে, একটা যখন শুরু হয় তখন সবাই সেটা করতে চায়। কোনোভাবেই যত্রতত্র করতে দেওয়া যাবে না। মানসম্পন্ন হতে হবে।”

সরকার প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করছে বলে জানান তিনি।

নার্সিংয়ের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো বিষয়ে পড়াশোনা করে নার্সিংয়ে আসার ব্যবস্থা করতে হবে।

“আমাদের একটা সমস্যা রয়েছে, কেউ যদি নার্সিংয়ে আসতে চায়, তাকে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে। আমি নির্দেশ দিয়েছি, এরকম কোনো বাধ্যবাধকতা থাকা উচিৎ না। যে কোনো সাবজেক্টে পড়ুক না কেন, নার্সিংয়ে সবাই আসতে পারবে, সেই ব্যবস্থাটা নিতে হবে।”

জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে তার সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন শেখ হাসিনা।     

তিনি বলেন, “আমরা পর্যাপ্ত পরিমাণে ডাক্তার-নার্স নিয়োগ দিয়েছি এবং আরও যাতে উন্নতমানের হয় সেই ব্যবস্থা করছি। এখনও কিছু কিছু উপজেলায় ডাক্তারের অভাব আছে। সেই অভাবটা পূরণ করার জন্য ব্যবস্থা নিচ্ছি।”

প্রধানমন্ত্রী ভেষজ চিকিৎসার উপর জোর দিয়ে বলেন, “সারাবিশ্বে এখন ভেষজ জিনিসের ভীষণ চাহিদা আছে। সেইক্ষেত্রে আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা, ইউনানী চিকিৎসা, ভেষজ চিকিৎসা বা হোমিওপ্যাথি চিকিৎসা- এর ওপরও আমরা গুরুত্ব দিচ্ছি। এর ওপর গবেষণা প্রয়োজন।”

সুষমখাদ্য যাতে মানুষ গ্রহণ করতে পারে সে বিষয়ে আরও প্রচার করতেও বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Exit mobile version