Site icon Health News

মুন্সীগঞ্জে দেশের প্রথম ওষুধ শিল্প পার্ক উদ্বোধন

মুন্সীগঞ্জের গজারিয়ায় দেশের প্রথম ওষুধ শিল্প পার্ক উদ্বোধন করেছেন ‍প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০০ একর জমিতে গড়ে উঠেছে অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) শিল্প পার্ক।

এ শিল্পপার্কে ২৫ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে এবং এখান থেকে দেশের ওষুধের চাহিদা শতভাগ পূরণের পর রপ্তানিও করা যাবে বলে আশা করা হচ্ছে।

ওষুধ শিল্পের কাঁচামাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে ২০০৮ সালে সরকার এই শিল্পপার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৮১ কোটি টাকা।

মঙ্গলবার প্রধানমন্ত্রী তার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্প উদ্বোধন করেন।

প্রায় একশটি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “ওষুধের কাঁচামাল তৈরির জন্য একটা ব্যবস্থা করা দরকার, কারণ আমাদেরকে কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। সেদিকে লক্ষ্য রেখে একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট তৈরির ব্যবস্থা দরকার, ওষুধ শিল্পের কাঁচামাল যাতে আমরা দেশের উৎপাদন করতে পারি। সেজন্য আমরা মুন্সিগঞ্জে শিল্পনগরী করে দিচ্ছি।”

তিনি বলেন, “২০০৯ সাল থেকে একটানা ১০ বছর ক্ষমতায় থাকার ফলে আজকে বাংলাদেশ আর্থসামাজিকভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজকে বিশ্বে উন্নয়নের রোল মডেলের স্বীকৃতি পাচ্ছে। দারিদ্র্য হ্রাস পাচ্ছে ও মানুষের জীবনমান উন্নত হচ্ছে, এটাই আমরা চাই।”

Exit mobile version