Site icon Health News

মৃত্যুর মড়কে আধুনিক ইউরোপ

নভেল করোনাভাইরাস সংক্রমণে আধুনিক ইউরোপের বহু্ ঐতিহ্যর ধারক ইতালিতে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। নতুন করে সেখানে মারা গেছেন ৬০২ জন।

এর আগে নিজের রেকর্ড নিজেই ভেঙ্গে ২৪ ঘণ্টায় ৭৯৩ জনও মারা যায় সেখানে। তারপর থেকে ৬শ’র নিচে নামেনি সংখ্যাটা।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, সব মিলিয়ে বিশ্বে মৃতের সংখ্যা ১৬ হাজার ৪শ ছাড়িয়ে গেছে।

ঠিক ৩০ দিন আগে ইউরোপের এই দেশটিতে প্রাণঘাতি এই ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর ঘন্টা ধরে বেড়েছে  মৃত্যুর সংখ্যা । এরইমধ্যে সেখানে মৃত্যু নতুন এই ভাইরাসের উৎসস্থল চীনকেও ছাড়িয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে ছয় হাজারেরও বেশি মানুষের।

দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৭৮ জনে। আক্রান্তের হার আগের দিনের চেয়ে ১৩ দশমিক ৯ শতাংশ বেশি।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ইতালির উত্তরাঞ্চলীয় লোম্বার্ডি এলাকার অবস্থা এখনও বিপর্যস্ত। সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৫১৫ জন, এদের মধ্যে মৃত্যু হয়েছে তিন হাজার ৯৫ জনের।

শনিবার নাগাদ আক্রান্তদের মধ্যে ৬ হাজার ৭২ জন পুরোপুরি সুস্থ হয়েছেন। আইসিইউতে আছেন দুই হাজার ৮৫৭ জন, আগের দিন ছিলেন দুই হাজার ৬৫৫ জন।

এদিকে শনিবার স্পেনে ২৮৫, ইরানে ১২৩ জন মারা গেছেন।

Exit mobile version