Site icon Health News

মৃত্যু ঠেকলো ১৪০ জনে, ২১ ল্যাবে পরীক্ষা শুরু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৯ জন মারা গেছেন। আর এর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪০ জন।

এরমধ্যে ৩ জন ঢাকার এবং ঢাকার বাইরের ৬ জন। মারা যাওয়া সবার-ই বয়স ৫০ বছরের বেশি। ৬ জনের বয়স ৬০ বছরের বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা শনিবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই তথ্য তুলে ধরেন।

দেশে এক দিনে আরও ৩০৯ জনের মধ্যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ৩ হাজার ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন আক্রান্তের এ সংখ্যা মিলেছে। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯৯৮ জন।

নাসিমা সুলতানা  বলেন, “দেশের ২১ টি ল্যাবে এই পরীক্ষাগুলো সম্পন্ন হয়েছে। তিনি জানান চলতি সপ্তাহের মধ্যে আরো ৭টি সহ দেশের মোট ২৮ স্থানে এ পরীক্ষা করা হবে।”

Exit mobile version