Site icon Health News

মেডিকেল কলেজের ক্যাম্পাসের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম বাস্তবায়নের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।

রাঙামাটিসহ দুই পার্বত্য জেলায় স্বাস্থ্য সেবার মান বাড়াতে সরকারের উদ্যোগে ২০১৪ রাঙামাটি মেডিকেল কলেজ। প্রতিষ্ঠা পায়। তবে এখনো এর কোন স্থায়ী ক্যাম্পাস নেই।

বুধবার রাঙামাটি শহরে এই মেডিকেলের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ করেন। প্রায় শ’খানেক শিক্ষার্থী ব্যানার ফেস্টুন নিয়ে অস্থায়ী ক্যাম্পাসের গেটে অবস্থান নেন।

অংশ নেয়াদের মধ্যে প্রতিষ্ঠানটির সব ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা।

প্রতিষ্ঠার ঘোষণা হওয়ার পর ২০১৫ সালের অক্টোবরে এই মেডিকেল কলেজ ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিরোধীতা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পাহাড়ি ছাত্র পরিষদ।

তাদের বক্তব্য, পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করে বড় বড় প্রকল্প বাস্তবায়ন পার্বত্য জনগণের ভূমিদখল ও স্থায়ী বাসিন্দাদের সংখ্যালঘুতে পরিণত করার নীলনকশা।

কলেজের প্রথম ব্যাচে ৫১ শিক্ষার্থীকে ভর্তির জন্য বাছাই করা হয়। পার্বত্য কোটায় ২৫ শতাংশ হিসেবে তিন পার্বত্য জেলা থেকে ১৩ শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পান

এর মধ্যে তিন পার্বত্য জেলা থেকে একজন করে তিন বাঙ্গালি শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়।

Exit mobile version