Site icon Health News

মেডিকেল ভর্তি কোচিং ১ সেপ্টেম্বর থেকে বন্ধ

পরীক্ষার এক মাস আগে মেডিকেল কলেজে ভর্তির সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আগামী ৫ অক্টোবর মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা হবে।  ডেন্টাল কলেজে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা হবে ৯ নভেম্বর।

এমবিবিএস ও ডেন্টাল পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে ১ সেপ্টেম্বর থেকে সব ধরনের ভর্তি কোচিং সেন্টার বন্ধ করতে নির্দেশনা সোমবার স্বাস্থ্য অধিদপ্তরকে দিয়েছেন মন্ত্রী।

সেই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসসহ কোনো গুজব বা ভুয়া তথ্য ফেইসবুকসহ ইন্টারনেটে প্রচার করা হলে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

ভর্তি পরীক্ষায় কোনো অনিয়ম বা প্রশ্নপত্র ফাঁসের গুজব না ছড়িয়ে যে কোনো অভিযোগ থানা কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়কে দ্রুত জানাতে অনুরোধ করেছেন নাসিম।

মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ এবং পরীক্ষা কেন্দ্র করে যে কোনো অপপ্রচার রোধে আইন শৃঙ্খলা বাহিনীসহ অভিভাবক এবং শিক্ষার্থীদের সহায়তাও চেয়েছেন তিনি।

২০১৮-১৯ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তিতে সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন ৫০০টি বাড়ানোর সিদ্ধান্ত কয়েকদিন আগেই জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

Exit mobile version