Site icon Health News

মৌলভীবাজারে দুটি স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন স্বাস্থ্যমন্ত্রীর

মৌলভীবাজারে নবনির্মিত দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার বিকালে প্রথমে জুড়ী উপজেলার বাছিরপুর এলাকায় ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করেন তিনি।

এরপর উদ্বোধন করেন বড়লেখা উপজেলার ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এসব অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুল কুমার সাহা, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন বিনেন্দু ভৌমিক প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রীর এই সফরে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণার দিকেই তাকিয়ে ছিল জেলবাসী।

জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে মৌলভীবাজারবাসী।

সম্প্রতি জেলা আওয়াম লীগের নেতারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ঢাকায় দেখা করে জেলাবাসীর এই চাওয়ার কথা জানান।

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন হলথ নিউজকে বলেন, “সংসদে আমি সব সময়ই এ দাবি নিয়ে বক্তব্য রেখেছি। এখন দাবিটি বাস্তবায়নের জন্য সরকারি ঘোষণার অপেক্ষায় রয়েছি।”

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “সিলেট বিভাগের সব জেলার মধ্যে আমাদের জেলা সবদিকে স্বয়ংসম্পূর্ণ। তারপরও আমাদের এই দাবিটি কেন বাস্তবায়ন হচ্ছে না?”

আন্দোলনকারী সংগঠনের নেতা মকিস মনসুর বলেন, “মৌলভীবাজারবাসী কিছুতেই পিছিয়ে নেই। আমরা মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়নের চূড়ান্ত অনুমোদন চাই।”

প্রবাসী নেতা ড. ওয়ালি তসর উদ্দিন বলেন, “দেশের বড় একটি রাজস্বের অর্থ প্রবাসীদের কাছ থেকে আসে। সেই অর্থে দেশ চলে। তাহলে প্রবাসীদের জেলায় কেন মেডিকেল কলেজ দেওয়া হচ্ছে না।”

Exit mobile version