Site icon Health News

যানবাহনের শব্দে বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

আকাশে ওড়া প্লেনের শব্দ বা ট্রেনের ঝিকঝিক শব্দ অথবা রাস্তায় চলা বিভিন্ন গাড়ির হর্ণ- যানবাহনের শব্দের ধরণ যেমনই হোক না কেন তার নেতিবাচক প্রভাব পড়তে পারে আমাদের হার্টের উপর।

আমেরিকান কলেজ অব কার্ডিওলজি সাময়িকীতে প্রকাশিত বেশ কয়েকটি গবেষণার পর্যব্ক্ষেণে যানবাহনের অস্বাভাবিক শব্দের সঙ্গে উচ্চ রক্তচাপ, করোনারি আর্টারি ডিজিস, স্ট্রোক ও হার্ট ফেইলরের ঝুঁকি বাড়ার সম্পর্ক খুঁজে পাওয়া গেছে।

এতে বলা হয়েছে, অতিরিক্ত শব্দে ঘুমের সমস্যা হতে পারে। এ কারণে সারাদিন কাটতে পারে নানা মানসিক চাপ ও উদ্বেগে। এগুলোই পরবর্তীতে রক্তনালীর জন্য ক্ষতিকর হরমোন নিঃসরণ করায় শরীরে।

এসব শব্দের নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে গাড়ির গতি কমানো, রাস্তা ভালো করা, মহাসড়কগুলোতে নয়েজ ব্যারিয়ারের ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যানবাহনের প্রচুর শব্দ রয়েছে এমন এলাকায় বসবাসকারীদের ঘুমের সময় এয়ার প্লাগ লাগানোর পরামর্শও দেওয়া হয়েছে এতে।

সূত্র: হেলথ হাভার্ড

Exit mobile version