Site icon Health News

যুক্তরাষ্ট্রে পুরস্কার পাচ্ছেন ডা. কনক কান্তি

নিউরোসার্জারি বিষয়ক চিকিৎসা সেবা, গবেষণা ও শিক্ষকতায় অবদান রাখায় ‘বিএমএএনএ রিকোগনিশন অ্যাওয়ার্ড ২০১৮’ পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

আগামী ২৭ জুলাই যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের নিউ অরালিয়ন্সের শেরাটনে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা (বিএমএএনএ)র দেওয়া এই পুরস্কার তিনি নেবেন বলে মঙ্গলবার বিএসএমএমইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অধ্যাপক কনক কান্তি গত ২৪ মার্চ বিএসএমএমইউর উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)-এর সভাপতি কনক কান্তি বড়ুয়া এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতিরও দায়িত্ব পালন করেন।

অধ্যাপক কনক কান্তি ১৯৫৩ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রামের মিরেরসরাই উপজেলার হাইত কান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৭ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।

১৯৯০ সালে এফসিপিএস, ২০০৩ সালে এমএস (নিউরোসার্জারি), ২০০৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। তিনি ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্র থেকে এফআইসিএস (অ্যাওয়ার্ডেড ফেলোশিপ অফ ইন্টারন্যাশনাল কলেজ অফ সার্জন্স) পুরস্কার পান।

অধ্যাপক ডা. কনক কান্তির ৪৭টিরও বেশি প্রবন্ধ, ও আন্তর্জাতিক নিউরোসার্জিকাল জার্নালে প্রকাশিত হয়েছে।

গাইড হিসেবে তার তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন এমএস ইন নিউরোসার্জারি বিষয়ক ১৫টি থিসিস পরিচালিত হয়েছে।

Exit mobile version