Site icon Health News

যোগ দিবসের প্রস্তুতি ভারতীয় হাই কমিশনের

গত বছরের মতো এবারও যোগ দিবস পালন করছে ভারতীয় হাইকমিশন। আগামী ২১ জুন হাইকমিশনের উদ্যোগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকাল সাড়ে ৫টায় হবে মূল অনুষ্ঠান।

ওই অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহীদের আমন্ত্রণ জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

তার আগে মঙ্গলবার হাইকমিশন চত্ত্বরে এক প্রস্তুতিমূলক অনুশীলনের আয়োজন করা হয়। এতে শিল্পী, অভিনেতা-অভিনেত্রীসহ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও যোগ-অনুরাগীরা অংশ নেন।

অনুশীলনে যোগ দিয়ে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, “গতবছর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৫ হাজার মানুষ যোগ দিবসে অংশ নিয়েছিলেন। এবার তার চেয়ে বেশি অংশ নেবেন আশা করি।”

তিনি জানান, উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

যোগ দিবসের ওই অনুষ্ঠানে লাকি কুপন ড্র অনুষ্ঠিত হবে। এতে প্রথম পুরস্কার থাকবে টাটার গাড়ি, দ্বিতীয় পুরস্কার বাজাজ মটর সাইকেল। তৃতীয় পুরস্কার হলিডে প্যাকেজ ঢাকা-দিল্লি, চতুর্থ পুরস্কার ঢাকা-কলকাতা হলিডে প্যাকেজ এবং সোনারগাঁয়ে হোটেল একদিন থাকা-খাওয়া।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিনামূল্যে যোগ ম্যাট, টি-শার্ট ও সৌজন্যমূলক উপহার পাবেন।

২০১৪ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটা করে দিনটি পালন করেন।

Exit mobile version