Site icon Health News

রামেকে যুক্ত হচ্ছে আরও ৫টি বিভাগ

রাজশাহী মেডিকেল কলেজে আরও পাঁচটি বিভাগ যুক্ত হচ্ছে।

এগুলো হচ্ছে, ক্যাজুয়ালটি, অ্যান্ডোক্রাইন, সার্জারি, হেপাটোবিলিয়ারি সার্জারি, কলোরেক্টায়ারি সার্জারি ও সার্জিক্যাল অনকোলজি বিভাগ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নতুন এই বিভাগ খোলার অনুমোদন দিয়েছে।

এসব বিভাগে একজন করে সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে। নিয়োগকৃতদের অবশ্যই বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত হতে হবে।

রামেক অধ্যক্ষ অধ্যাপক নওশাদ আলী হেলথ নিউজকে বলেন, মন্ত্রণালয়ের মঞ্জুরিপত্র অনুযায়ী দেশের ১৪টি বিদ্যমান ও নতুন মেডিকেল কলেজে ১৩১টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মাঝে রাজশাহী মেডিকেল কলেজের নতুন পাঁচটি বিভাগে ১০টি পদ রয়েছে।

অধ্যক্ষ বলেন, “পাঁচটি বিভাগ সংযুক্ত হওয়ার ফলে এ প্রতিষ্ঠানের শিক্ষা বিস্তারে নতুন দিক উন্মোচিত হল। কয়েক বছরের মধ্যেই বিভাগগুলো বাস্তবায়ন করা হবে। এ জন্য অচিরে জনবলও পাওয়া যাবে।”

বিভাগগুলো চালু হলে চিকিৎসা সেবার মান আরও বাড়বে বলে জানান তিনি।

Exit mobile version