Site icon Health News

সরঞ্জাম সঙ্কটে ময়মনসিংহ মেডিকেলের মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ ভুগছে যন্ত্রপাতি সঙ্কটে।

এই বিভাগে নেই ইনডোর সুবিধাও। পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও জনবল সঙ্কটেও ভুগছে বিভাগটি।

চিকিৎসক, মেডিকেল অফিসার, ফিজিওথেরাপিস্ট এবং অফিস সহায়কসহ মাত্র ১০ জন রয়েছেন এখান বিভাগে।

বিভাগের চিকিৎসকরা বলছেন, সেবা দেওয়ার মানসিকতা থাকলেও অভাব রয়েছে প্রয়োজনীয় লোকবল এবং যন্ত্রপাতির।

বিভাগটির কাজ হচ্ছে ব্যথা উপশম ব্যবস্থাপনা (পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা), সম্পূর্ণ নিউরো এবং কার্ডিয়াক পুনর্বাসন, স্পোর্টস মেডিসিন এবং অর্থোপেডিক পুনর্বাসন, পেডিয়াট্রিক পুনর্বাসন, পেডিয়াট্রিক পুনর্বাসন, অবসটেট্রিকস এন্ড গাইনোকোলোজি পুনর্বাসন।

ওষুধের পাশাপাশি থেরাপিউটিক ব্যায়াম, অপারেশনবিহীন ইন্টারভেনশন, যন্ত্রপাতির মাধ্যমে ফিজিক্যাল থেরাপি, ভালো থাকার লাইফ স্টাইলসহ রিহ্যাবিলিটেশন তথা পুর্নবাসন চিকিৎসাও দেওয়া বিভাগটির কাজ।

খোঁজ নিয়ে দেখা যায়, পিআরপি-মেশিন, এমউব্লিওডি এবং এমএসইডএস মেশিনের অভাবে এখন অনেকটাই নিষ্ক্রিয় মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ।

চিকিৎসকরা বলছেন, এসব যন্ত্রপাতির মাধ্যমে সহজেই রোগ নির্ণয় ও অস্ত্রোপচারবিহীন রোগের কার্যকর চিকিৎসা দেওয়া সম্ভব। এছাড়া আধুনিক যন্ত্রপাতি পেলে ক্রিকেট, ফুটবলসহ খেলোয়াড়দের বডি ফিটনেসের ক্ষেত্রেও তারা ভূমিকা রাখতে পারবেন।

তিনজন চিকিৎসক, দুজন মেডিকেল অফিসার, চারজন ফিজিওথেরাপিস্ট এবং চারজন অফিস সহায়ক এবং তিনজন অস্থায়ী কর্মচারী রয়েছেন এখন বিভাগে, যা অপ্রতুল।

বিভাগীয় প্রধান ডা. মুহাম্মদ আজিজুর রহমান হেলথ নিউজকে বলেন, “লোকবল এবং যন্ত্রপাতির অভাবে ক্রমেই সঙ্কুচিত হচ্ছে বিভাগটি।

জানতে চাইলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ হেলথ নিউজকে বলেন, আধুনিক যন্ত্রপাতির জন্য ঊর্ধতন কতৃপক্ষের কাছে বলা হয়েছে। খুব দ্রুত সমস্যা কেটে যাবে বলে আশা করছি।

Exit mobile version