Site icon Health News

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মস্তিষ্কে অস্ত্রোপচার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্ট্রোক করার পর তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে।

তার ছেলে তানভীর শাকিল জয় শুক্রবার গণমাধ্যমকে বলেন, “আব্বুর অপারেশন সাকসেসফুলি হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন।”

আগামী ৪৮ ঘণ্টা তার বাবাকে হাসপাতালের আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে জানিয়ে জয় বলেন, “প্রধানমন্ত্রী ফোনে চিকিৎসক এবং আমার সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়েছেন।”

জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে গত ১ জুন দুপুরে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। সেখানে করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রাতে ওই পরীক্ষার ফল পজিটিভ আসে।

পরের তিন দিন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও শুক্রবার সকালে তার হঠাৎ ‘ব্রেইন স্ট্রোক’ করে বলে জানান জয়।

১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন শহীদ এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।

২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মন্ত্রিসভায় না থাকলেও পরের মেয়াদে তাকে স্বাস্থ্যমন্ত্রী করেন শেখ হাসিনা।

Exit mobile version