Site icon Health News

সিলেটের ওসমানীনগরে নতুন হাসপাতাল

সিলেটের ওসমানীনগর উপজেলার স্বাস্থ্যসেবায় জনগণের ভোগান্তির অবসান হতে যাচ্ছে।

প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ওসমানীনগরে নির্মাণ করা হচ্ছে সরকারি হাসপাতাল। ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য চলতি সপ্তাহে দরপত্র আহ্বান করা হয়েছে।

এই হাসপাতালের জন্য অপেক্ষা করে আছে উপজেলার ৮ ইউনিয়নের আড়াই লক্ষাধিক মানুষ।

উপজেলার প্রাণকেন্দ্র গোয়ালাবাজার এলাকায় এই ৫০ শয্যার হাসপাতালটি হবে।

এর আগে ১৭ কোটি টাকা ব্যয়ে জমি কেনা হয়। এখন প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে হাসপাতাল নির্মাণ হচ্ছে বলে জানিয়েছেন সিলেট-২ আসনের এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।

তিনি হেলথ নিউজকে বলেন, “এতে করে উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্চে। এই স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণ করা হলে ওসমানীনগর উপজেলাবাসী পাবেন কাঙিক্ষত স্বাস্থ্যসেবা। আশা করা হচ্ছে কিছুদিনের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে।”

সংসদ সদস্য এহিয়া বলেন, “আমি নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়েছিলাম এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। বিগত পাঁচ বছরে আমার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে, যা দৃশ্যমান।”

২০১৪ সালের ২ জুন সিলেটের ওসমানীনগর উপজেলা ঘোষণা হওয়ার পর প্রশাসনের কার্যক্রম শুরু হলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না থাকায় প্রসূতি নারী, শিশু আর বৃদ্ধদের নিয়ে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীদের।

এ জনপদে কোনো হাসপাতাল না থাকায় গর্ভবতীসহ যে কোন বয়সের লোক রোগব্যাধিতে আক্রান্ত হলে প্রায় ৩০ কিলোমিটার দূরে সিলেট শহরের হাসপাতালে যেতে হচ্ছে। ফলে জটিল রোগে আক্রান্ত হয়ে অনেককেই চিকিৎসার জন্য সিলেট শহরে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এ ক্ষেত্রে গর্ভবতী নারীর মৃত্যুর সংখ্যা বেশি।

Exit mobile version