Site icon Health News

সিলেটে মাদকসেবী অর্ধ লক্ষাধিক

সিলেট বিভাগে মাদকসেবীর সংখ্যা এখন ৬০ থেকে ৭০ হাজার এবং এর মধ্য সবচেয়ে বেশি মাদকাসক্ত সিলেট জেলার।

বিনোদনের ব্যবস্থা কম থাকায় কুসঙ্গে পড়ে তরুণ-যুবকরা মাদকাসক্ত হচ্ছে বলে সংশ্লিষ্টরা বলছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মাদক নিরাময় কেন্দ্র সিলেটের অতিরিক্ত পরিচালক জাহিদ হোসাইন মোল্লা মাদকাসক্তির পরিসংখ্যান দিয়ে হেলথ নিউজকে বলেন, গত এক বছরে শুধু সিলেট জেলায় অধিদপ্তরের অভিযানে ৩০৮ কেজি গাঁজা, ৯ হাজার ৯৪৫ পিস ইয়াবাসহ বিভিন্ন ধরনের দেশি-বিদেশি মাদক উদ্ধার করা হয়। এসব ঘটনায় মামলা হয়েছে ১ হাজার ৭৯০টি, গ্রেপ্তার করা হয়েছে ৬০৮ জনকে।

মাদকাসক্তির কারণ হিসেবে জাহিদ হোসাইন বলেন, “বিনোদনের অভাব, বেকারত্ব ও ধর্মীয় মূল্যবোধের অভাবে বাড়ছে মাদকসেবীর সংখ্যা।”

নাগরিক সংগঠন সুজনের সিলেট শাখার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী হেলথ নিউজকে বলেন, “সিলেটে মাদকসেবীর সংখ্যা বাড়ার অন্যতম কারণ হচ্ছে অভিভাবকদের উদাসীনতা। সন্তানরা কী করছে, কোথায় যাচ্ছে ঠিক মতো পিতা-মাতা খোঁজ রাখেন না, যার কারণে মাদক সেবনে জড়িয়ে পড়ছে সন্তানরা।”

সিলেট বিভাগের সর্বমোট ১০টি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র রয়েছে। এসেব কেন্দ্রে যুক্তরাজ্য প্রবাসী অনেকেও চিকিৎসা নিচ্ছেন বলে জানান জাহিদ হোসাইন।

মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র ‘আহ্বান’ এর পরিচালক মাসরুর আলম হেলথ নিউজকে বলেন, “যৌথ পরিবার ব্যবস্থা বিলুপ্ত ও অনলাইন পর্নোগ্রাফি থেকেও অনেকে ঝুঁকে পড়েছে মাদকে।”

পুনর্বাসন কেন্দ্র থেকে চিকিৎসা নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তিকে চাপমুক্ত রাখার উপর জোর দিয়ে এক্ষেত্রে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান মাসরুর।

Exit mobile version