Site icon Health News

সোহরাওয়ার্দী হাসপাতালের ৪০ চিকিৎসক করোনায় আক্রান্ত

ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ৪০ চিকিৎসকসহ ৫৭ স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এতে ব্যাঘাত ঘটছে চিকিৎসা সেবায়।

এজন্য কয়েকটি বিভাগের কার্যক্রম সীমিত করা হয়েছে। অবরুদ্ধ অবস্থায় আছে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া বুধবার গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত হাসপাতালের ৪০ জন চিকিৎসক, ৭ জন নার্স এবং ১০ জন কর্মচারী কর্মী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

“তাদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া অন্যদের স্ক্রিনিং করা হচ্ছে।”

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে অ্যানেস্থেসিয়ার তিনজন চিকিৎসকও আছেন। এ কারণে ওই বিভাগে সীমিত আকারে কার্যক্রম চালানো হচ্ছে। এর প্রভাব পড়েছে অন্য বিভাগেও।

যারা আক্রান্ত হননি তারা গাইনি, সার্জারি বিভাগের কার্যক্রম সীমিত আকারে চালু রেখেছেন।

শিশু বিভাগের পাঁচ থেকে ছয়জন চিকিৎসক আক্রান্ত হওয়ায় শিশু আন্তঃবিভাগে রোগী ভর্তি বন্ধ আছে। এই বিভাগের চিকিৎসকের কোয়ারেন্টিনে শেষ না হওয়া পর্যন্ত এটা বন্ধ থাকবে।

তবে বহির্বিভাগে রোগী ভর্তি করা হচ্ছে বলে জানান উত্তম বড়ুয়া।

তিনি বলেন, “আইসিইউতে কোনো রোগী ভর্তি নেওয়া হচ্ছে না। এই বিভাগের আক্রান্ত চিকিৎসকদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

দেশে প্রায় তিনশ চিকিৎসকসহ ৬ শতাধিক স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত বলে দুদিন আগেই জানিয়েছিল বিএমএ। চিকিৎসকরা বেশি আক্রান্ত হলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Exit mobile version