Site icon Health News

স্বল্প বায়ু দূষণও বিপদ শিশুদের জন্য

শিশুদের ওপর বায়ু দূষণের প্রভাব ‘গুরুতর’ বলে সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে। গবেষকরা বলছেন, অল্প সময় দূষণযুক্ত বায়ুতে থাকলেও শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণ বাড়তে পারে।

আমেরিকান জার্নাল অব রেসপাইরেটরি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে প্রকাশিত হয়েছে গবেষণার ফলাফল।

শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণ ঘটে মূলত ভাইরাসের কারণে। আর শিশুদের অসুস্থতা ও মৃত্যুর একটি বড় কারণ এটি।

যুক্তরাষ্ট্রের উটাহ প্রদেশের বিভিন্ন হাসপাতালে শ্বাসতন্ত্রের সংক্রমণের চিকিৎসা নেওয়া ১ লাখ ৪৬ হাজার ৩৯৭ জন রোগীর ওপর এ গবেষণা করা হয়। অংশগ্রহণকারীদের ৭৭ শতাংশই ছিলো শিশু।

গবেষণায় দেখা যায়, বায়ু দূষণ বাড়ার দ্বিতীয় সপ্তাহে এ সংক্রমণ বেড়ে গেছে।

Exit mobile version