Site icon Health News

স্বাস্থ্যমন্ত্রী হলেন জাহিদ মালেক

পাঁচ বছর প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের পর এবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হলেন জাহেদ মালেক।

একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর শেখ হাসিনা সোমবার যে সরকার গড়ছেন, তাতে মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন জাহেদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী হিসেবে গত পাঁচ বছর ধরে দায়িত্ব পালন করে আসা মোহাম্মদ নাসিম এবার বিদায় নিচ্ছেন। তাকে মন্ত্রিসভায়ই রাখা হয়নি।

জাহিদ মালেক মানিকগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন।

২০১৪ সালে তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র, এরশাদ আমলের মন্ত্রী আবদুল মালেকের ছেলে জাহিদ মালেকের জন্ম ১৯৫৯ সালের ১১ এপ্রিল মানিকগঞ্জে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী তিনি।

তিনি বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, বিডি থাইফুড অ্যান্ড বেভারেজের চেয়ারম্যান ছিলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে মুরাদ হাসান নতুন সরকারে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

Exit mobile version