Site icon Health News

স্বাস্থ্যসেবায় মূল্য তালিকা ১৫ জানুয়ারির মধ্যে

সব বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, ল্যাবেরেটরিতে চিকিৎসা সংক্রান্ত সব পরীক্ষা ও সেবার মূল্য তালিকা টানানোর হাইকোর্টের নির্দেশ কতদূর বাস্তবায়ন হয়েছে তা জানতে চেয়েছে আদালত।

এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আগামী ১৫ জানুয়ারির মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেয়।

রিটকারীপক্ষের আইনজীবী বশির আহমেদ বলেন, “চিকিৎসা সংক্রান্ত সব পরীক্ষা ও সেবার মূল্য তালিকা টানানোর নির্দেশ দিয়ে ওই বিষয়ে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু নির্ধারিত সময় গত ৯ জানুয়ারির মধ্যে কোনো প্রতিবেদন আদালতে দাখিল হয়নি।”

“তাই বিষয়টি অবহিত করলে আদালত স্বাস্থ্য মন্ত্রণালয়কে আবারও সময় দিয়ে আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছে।”

হিউম্যান রাইটস লইয়ার্স অ্যান্ড সিকিউরিং এনভায়রনমেন্ট সোসাইটি অব বাংলাদেশের পক্ষে কোষাধক্ষ্য মো. শাহ আলম আদালতে এই রিট আবেদন করেন।

Exit mobile version