Site icon Health News

স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

এছাড়া অন্যান্য বিভাগের কর্মীদের এবার ঈদুল আজহার ছুটি নেওয়ার ব্যাপারে নিরূৎসাহিত করা হয়েছে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে মঙ্গলবার দুপুরে ‘ডেঙ্গু প্রতিরোধ, বন্যা পরিস্থিতি মোকাবেলা ও গুজব প্রতিরোধ সংক্রান্ত একটি পর্যালোচনা সভায়’ এসব সিদ্ধান্ত হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, “স্বাস্থ্য বিভাগে যেসব কর্মকর্তা সংশ্লিষ্ট, তাদের ছুটি বাতিল করা হয়েছে। আশা করব আমাদের প্রশাসনের কর্মকর্তারা যথাসম্ভব ঢাকাতেই ঈদ করবেন এরকম একটা নির্দেশনা।”

“ঈদের ছুটি তো একটা ধর্মীয় অনুষ্ঠান। তারপরও আমরা ঈদের ছুটি সকল কর্মকর্তাকে ঢাকায় উপভোগ করার জন্য উৎসাহিত করছি এবং ছুটি না নেওয়ার জন্য নিরূৎসাহিত করেছি।”

সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সভায় কর্মকর্তা-কর্মচারীদের আবাস ও কর্মস্থল পরিচ্ছন্ন রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান সচিব।

“আমাদের সিদ্ধান্ত হয়েছে, নিঃসন্দেহে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেজন্য সরকারি যে সকল অফিস-আদালত আছে, আমাদের সব কর্মকর্তা-কর্মচারী, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা নিজ নিজ উদ্যোগে কর্মস্থল এবং আবাসন, এই সকল জায়গায় যেহেতু ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়..সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন।”

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা যাবে বলে জানান শেখ মুজিবুর রহমান।
ডেঙ্গু পরিস্থিতিকে মহামারী ঘোষণা করা হবে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, “যখন একেবারেই ম্যানেজমেন্টের বাইরে চলে যায়, এ রকম পর্যায়ে এখনও আসেনি। কোনো স্থানে ব্যবস্থাপনার বাইরে চলে গেছে, এরকম কোনো তথ্য নেই।”

সিটি করপোরেশনের মশা মারার ওষুধের কার্যকারিতা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্দেশনা দেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়ার।

Exit mobile version